K এর 19 তম  ইলেক্ট্রন 3d তে না গিয়ে 4s এ  যায় কেন?

পটাশিয়াম এর প্রকৃত ইলেক্ট্রন বিন্যাস নিম্মরুপঃ

 K(19)→   1s2 2s2 2p6 3s2 3p6 4s

কিন্ত পটাশিয়ামের ইলেক্ট্রন বিন্যাস হওয়ার কথা ছিল নিম্মরুপঃ

K(19)→ 1s2 2s2 2p6 3s2 3p6 3d1

কিন্ত এইরকম হয়না কারণ 

আফবাউ নীতি অনুসারে ইলেক্ট্রন সর্বপ্রথম নিম্ম শক্তিসম্পন্ন অরবিটালে  প্রবেশ করবে তারপর উচ্চ শক্তিসম্পন্ন অরবিটালে প্রবেশ করবে ।

অরবিটালের শক্তিমাত্রা নির্ণয় করা হয়

n+l  নিয়মে 

3d  অরবিটালের শক্তিমাত্রা = n+l [3d  এর জন্য  n এর মান 3 এবং  l এর মান 2 ]

                                            3 + 2

                                   = 5

 

4s  অরবিটালের শক্তিমাত্রা = n+l

                                                    4 + 0 [ 4s এর জন্য  n এর মান 4 এবং  l এর মান 0 ]

                                        = 4

যেহেতু 4s অরবিটালের শক্তিমাত্রা কম 3d অরবিটাল থেকে তাই আফবাউ নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম  4s অরবিটালে প্রবেশ করবে তারপর 3d  অরবিটালে প্রবেশ করবে । তাই K এর 19 তম  ইলেক্ট্রন 3d তে না গিয়ে 4s এ  যায়